সোমবার ১৮ আগস্ট ২০২৫ - ১৯:৪১
যেকোনো যুদ্ধ শুরু হলে সমাপ্তির সময় নির্ধারণ করবে ইরান

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, ইরান যুদ্ধ চায় না; তবে যদি শত্রুপক্ষ যুদ্ধ শুরু করে, তবে কখন এবং কীভাবে সেই যুদ্ধের ইতি টানা হবে—সে সিদ্ধান্ত নেবে ইরান।

হাওজা নিউজ এজেন্সি: সোমবার তেহরানে ইরানের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলরদের সঙ্গে বৈঠকে আরেফ বলেন, “আমরা এখনো চাপিয়ে দেওয়া যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে আছি। এটি কোনো স্থায়ী যুদ্ধবিরতি নয়; বরং অস্থায়ী যুদ্ধবিরতির মতো একটি অবস্থা, তাই আমাদের সব সময় শত্রুর আগ্রাসন মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের কৌশল হলো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। তবে প্রশ্ন হলো, অপর পক্ষ সত্যিই আলোচনায় বিশ্বাস করে কি না।”

আরেফের মতে, পশ্চিমা শক্তিগুলো অন্য দেশের ওপর নিজেদের নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, অথচ ইরান তাদের সামনে দৃঢ়ভাবে প্রতিরোধ করছে। তিনি যোগ করেন, “এটাই পশ্চিমাদের কথিত মানবাধিকার ও সভ্যতার নমুনা।”

প্রথম ভাইস প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, “আমরা যুদ্ধ চাই না; তবে যদি শত্রুরা যুদ্ধ শুরু করে, তার সমাপ্তি ঘটানোর ক্ষমতা ও সিদ্ধান্ত কেবল ইরানের হাতেই থাকবে।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha